Top

দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

২৪ ডিসেম্বর, ২০২৩ ৪:১৫ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। ফান্ডটি ১ হাজার ১৮০ বারে ১৬ লাখ ২৪ হাজার ৪০৮ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৭৭ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা বিডি থাই অ্যালুমিনিয়ামের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৭২৬ বারে ১ কোটি ৩৫ লাখ ৪৯ হাজার ৯৪১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩১ কোটি ১৮ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪০ শতাংশ। ফান্ডটি ৬০৬ বারে ৩৬ লাখ ৫২ হাজার ২৩৬ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৬২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৮.৬৬ শতাংশ, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৮.৬৪ শতাংশ, অরিয়ন ইনফিউশনের ৬.০০ শতাংশ, ওয়াইমেক্স ইলেকট্রোডের ৪.৪৮ শতাংশ, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কের ৪.২২ শতাংশ, রূপালী ব্যাংকের ২.১৭ শতাংশ এবং এডিএন টেলিকমের ১.৮৬ শতাংশ।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার