Top

ব্লক মার্কেটে লেনদেন ২৬ কোটি টাকার

২৬ ডিসেম্বর, ২০২৩ ৪:০১ অপরাহ্ণ
ব্লক মার্কেটে লেনদেন ২৬ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৯টি কোম্পানির মোট ২৬ কোটি ৭১ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ড্যাফোডিল কম্পিউটার্সের ৫ কোটি ১৩ লাখ ৭০ হাজার, দ্বিতীয় স্থানে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৩ কোটি ৭৯ লাখ ৩২ হাজার, এবং তৃতীয় স্থানে একমি পেস্টিসাইডসের ১ কোটি ৬৪ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সী পার্ল রিসোর্টের ১ কোটি ৩৪ লাখ ৩৮ হাজার, স্কয়ার ফার্মার ১ কোটি ৫ লাখ ১৭ হাজার, এডিএন টেলিকমের ৭৪ লাখ ৭০ হাজার, ইনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ৭৪ লাখ ৪০ হাজার, গ্রামীণফোনের ৭০ লাখ ৭ হাজার এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬৯ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার