Top

লাইবেরিয়ায় গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত ৪০

২৮ ডিসেম্বর, ২০২৩ ১২:০৯ অপরাহ্ণ
লাইবেরিয়ায় গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত ৪০

পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়া একটি গ্যাস ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায়  কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। দেশটির উত্তর-মধ্যাঞ্চলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা ফ্রান্সিস কাতেহ বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে লোয়ার বং কাউন্টিতে গ্যাস ট্যাঙ্কারতে সংঘর্ষ হয়। এরপরেই এতে বিস্ফোরণ ঘটে। ফলে ঘটনাস্থলে থাকা অনেকেই হতাহত হয়। ফ্রান্সিস কাতেহ জানিয়েছেন, গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন গুরুতর দগ্ধ হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তিত করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

জাতিসংঘের এক পরিসংখ্যান অনুযায়ী, সড়ক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং অবকাঠামোর ত্রুটির কারণে দুর্ঘটনার জন্য বিশ্বের সবচেয়ে মারাত্মক অঞ্চলে পরিণত হয়েছে সাব-সাহারান আফ্রিকা। সেখানে মৃত্যুর হার ইউরোপীয় দেশগুলোর চেয়ে গড়ে তিনগুণ বেশি।

এনজে

শেয়ার