বছরের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইমাম বাটন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৩৪ বারে ১৮ হাজার ৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে আফতাব আটোর শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫০৫ বারে ১৩ লাখ ২২ হাজার ৮৪১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৬৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা অলিম্পিক এক্সেসরিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ২৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৪১৬ বারে ৭৬ লাখ ২৪ হাজার ১৪৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৩১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- প্যাসিফিক ডেনিমসের ৮.৪৫ শতাংশ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং ৮.০৩ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৭.৬৬ শতাংশ, ইভেন্স টেক্সটাইলের ৭.০৯ শতাংশ, লিব্রা ইনফিউশনের ৭.০২ শতাংশ, আজিজ পাইপ্সের ৬.৭৮ শতাংশ এবং জেমিন সি ফুডের ৬.২৮ শতাংশ শেয়ার দর কমেছে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস