Top

ফিনিক্স ফাইন্যান্সে ভারপ্রাপ্ত এমডি মোহাম্মদ সাইদুজ্জামান

০৩ জানুয়ারি, ২০২৪ ১১:২৪ অপরাহ্ণ
ফিনিক্স ফাইন্যান্সে ভারপ্রাপ্ত এমডি মোহাম্মদ সাইদুজ্জামান

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেডে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বা এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সাইদুজ্জামান। ডিএসই সূত্রে জানা গেছে।

কোম্পানিটি সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত নতুন এমডি হিসেবে মোহাম্মদ সাইদুজ্জামান গত ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেছেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করছেন।

সূত্র মতে,মোহাম্মদ সাইদুজ্জামান ২০০৫ সালে ফিনিক্স ফাইন্যান্সে প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে কাজ শুরু করেন। এর পর কোম্পানি সচিব, বিনিয়োগের প্রধান ও বিভিন্ন বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন।

ঋণে অনিয়ম ও আমানতকারীদের স্বার্থবিরোধী কাজে জড়িত থাকার অপরাধে ২০২৩ সালের ২৮ ডিসেম্বর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএম ইন্তেখাব আলমকে সাময়িক বরখাস্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।

২০০৭ সালে তালিকাভুক্ত ফিনিক্স ফাইন্যান্স বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে। লোকসানে কারণে কোম্পানিটি ২০২১ ও ২০২২ সালে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে পারেনি।

২০০৮ সাল থেকে টানা ১৬ বছর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএম ইন্তেখাব আলম দায়িত্ব পালন করছেন। ২০২০ সালের পর থেকে প্রতিষ্ঠানটির আর্থিক পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। মূলত প্রতিষ্ঠানটি থেকে নামে-বেনামে ঋণ বের করে নেওয়ায় তা আর ফেরত আসছে না।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানিটি আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি বড় ধরনের লোকসানে পড়েছে। গত নয় মাসে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস লোকসান ২৩ টাকা ৭ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিলো মাত্র ১ টাকা ৫০ পয়সা।

লোকসানের কারণ সম্পর্কে কোম্পানিটি জানিয়েছে, ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশনিং বেড়ে যাওয়ায় মুনাফা কমে গেছে। অর্থাৎ কোম্পানিটির ঋণের বড় অংশই খেলাপির ঝুঁকিতে পড়েছে বা খেলাপি হয়ে গেছে। সাধারণত যেসব ঋণে খেলাপির ঝুঁকি বেড়ে যায়, সেসব ঋণের বিপরীতে প্রভিশনিং করতে হয়।

শেয়ার