Top

গতিশীল পুঁজিবাজার গঠনে সাথে আছে এনবিআর

০৪ জানুয়ারি, ২০২৪ ১১:১৯ পূর্বাহ্ণ
গতিশীল পুঁজিবাজার গঠনে সাথে আছে এনবিআর

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সাথে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াতুল ইসলাম।

বৃহস্পতিবার এনবিআর এর কার্যালয়ে  দুটি নিয়ন্ত্রক সংস্থার প্রধানরা নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন।

বৈঠকে পুঁজিবাজারের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াতুল ইসলাম। এ সময়ে তিনি পুঁজিবাজারের উন্নয়নে এনবিআরকে পাশে থাকার অনুরোধ করেন।

বৈঠকের বিষয়ে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বাণিজ্য প্রতিদিনকে বলেন, আগামী দিনের একটি ভালো পুঁজিবাজার গঠনে জাতীয় রাজস্ব বোর্ডের বড় সহযোগিতা প্রয়োজন। কারণ এখানে কর সংক্রান্ত অনেক বিষয় আছে।

তিনি বলেন, পুঁজিবাজারের উন্নয়নে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কী সুবিধা দিলে পুঁজিবাজারে আরও ভালো কোম্পানি আসবে সেই বিষয়ে আলোচনা হয়েছে আজকের বৈঠকে। একটি গতিশীল পুঁজিবাজার গঠনের জন্য জাতীয় রাজস্ব বোর্ড সব ধরণের আশ্বাস দিয়েছে।

এএ

শেয়ার