সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪০৭ বারে ৬৯ লাখ ৫৯ হাজার ৪০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৪৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা মাইডাস ফাইন্যান্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ৪৭৯ বারে ১৩ লাখ ৪৬ হাজার ৬৩১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৬৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বিডি থাই এ্যালুমিনিয়ামের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৯ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৬৯৩ বারে ৭৯ লাখ ৪০ হাজার ২২১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৪ কোটি ৫৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনিয়ন ক্যাপিটালের ৯.৭৮ শতাংশ, রূপালী ব্যাংকের ৯.৭২ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৮.১৮ শতাংশ, এফএএস ফাইনান্সের ৭.৪১ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৭.০৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬.৭৭ শতাংশ এবং খান ব্রাদার্স পিপি’র শেয়ার দর ৬.৬৯ শতাংশ বেড়েছে।
বাণিজ্য প্রতিদিন/এসকেএস