সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৭২৮ বারে ২ লাখ ৩১ হাজার ১৮৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ১৮ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৬৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৪২৭ বারে ১৭ লাখ ২৫ হাজার ৮৭০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা আজিজ পাইপসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯০৫ বারে ৭৬ লাখ ১ লাখ ১০ হাজার ৬৮৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- শ্যামপুর সুগার মিলের ২.৯৯ শতাংশ, লিব্রা ইনফিউশনের ২.৮৫ শতাংশ, আনলিমায়ার ডাইংয়ের ২.৬৩ শতাংশ, রতনপুর স্টিলের ২.৪৬ শতাংশ, অরিয়ন ইনফিউশনের ২.১৪ শতাংশ, জেমিনি সি ফুডের ২.১১ শতাংশ এবং ইয়াকিন পলিমারের ১.৭৪ শতাংশ শেয়ার দর কমেছে।
বাণিজ্য প্রতিদিন/এসকেএস