পঞ্চমবারের মত সংসদ সদস্য নির্বাচিত নির্বাচিত হওয়ায় আসাদুজ্জামান নূরকে শুভেচ্ছা জানিয়েছেন নীলফামারী সদর উপজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান বিপ্লব আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন।
রোববার ভোট গ্রহণ শেষে রাতে জেলা প্রশাসক কার্যালয়ে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ডিসি পঙ্কজ ঘোষ।
নীলফামারী-২ সদর আসনে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব বর্তমান সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। তিনি নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ১৯ হাজার ৩৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ট্রাক প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৬৮৪ ভোট।
অপর দুই প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাহজাহান আলী চৌধুরী লাঙ্গল প্রতীকে ৩ হাজার ৮৪৩ এবং বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মোরছালীন ইসলাম ডাব প্রতীকে ৭৩২ ভোট পেয়েছেন।