Top
সর্বশেষ

নীলফামারী জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী নির্বাচিত হলেন জাহিদুল ইসলাম

১৫ জানুয়ারি, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ
নীলফামারী জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী নির্বাচিত হলেন জাহিদুল ইসলাম
শিমুল খান :

নীলফামরী সদর থানার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত ও পুরস্কৃত হয়েছেন এএসআই মো. জাহিদুল ইসলাম (নিরস্ত্র)। নভেম্বর (২০২৩) মাসের পারফর্মেন্স বিবেচনায় তাকে জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছে।

রোববার জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে ‘মাসিক অপরাধ পর্যালোচনামূলক সভা অনুষ্ঠানে এএসআই মো. জাহিদুল ইসলামকে এ পুরস্কার দেওয়া হয়। নীলফামারী জেলা পুলিশ সুপার মো. গোলাম সবুর আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ পুরস্কার ও পদক তুলে দেন।

জানা যায়, জাহিদুল ইসলাম নীলফামারী সদর থানায় যোগদানের পর থেকেই বিট পুলিশিং কার্যক্রম, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার, এলাকার মাদক, নারী নির্যাতন, ইভটিজিং, অবৈধ জমি দখলসহ বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কাজ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন এ সাহসী অফিসার। তারই অংশ হিসেবে জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরষ্কৃত হলেন জাহিদুল ইসলাম।

এ বিষয়ে জাহিদুল ইসলামের কাছে তার প্রতিক্রিয়া জানতে চাইলে মহান আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপন করে তিনি বলেন, আমি এ সম্মাননা ও পুরষ্কার পেয়ে খুবই আনন্দিত। এ পুরস্কার আমার মা-বাবার কাছে উৎসর্গ করছি।

কাজের স্বীকৃতি হিসেবে এ পুরস্কারে আমার স্পৃহা আরো বাড়বে। আমি সবসময় চেষ্টা করি আমার উর্ধতন কর্মকর্তাদের নির্দেশ পালন করতে এবং আমি কখনও অন্যায়ের সাথে আপোষ করি না। অন্যায়কারীকে আমি কখনো ছাড় দেই না। আমাকে পুরষ্কৃত করার জন্য পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), সদর থানার অফিসার ইনচার্জসহ সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি

তিনি আরও বলেন, সকলের ভালোবাসা নিয়ে নব উদ্যমে আরও ভালো কাজ করে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি উজ্জ্বল করতে দোয়া এবং আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।

শেয়ার