ইকুয়েডরের গায়াকুইল, কুয়েনকা ও লতাচুঙ্গা শহরের তিনটি কারাগারে দাঙ্গায় কমপক্ষে ৬২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দক্ষিণ আমেরিকার দেশটিতে এই হতাহতের ঘটনা ঘটে।
কারা কর্তৃপক্ষ বলছে, দুটি প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, গুলি ও ছুরি হামলায় কারাবন্দিদের মৃত্যু হয়েছে।
ইকুয়েডরের প্রিজন্স এজেন্সির পরিচালক এডমন্ডো মনকায়ো জানান, কারাগারে প্রভাব বিস্তার নিয়ে অপরাধী দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল।
তিনি বলেন, ‘দাঙ্গায় কমপক্ষে ৬২ জনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত প্রায় ৮০০ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
কারারক্ষীদের জিম্মি করার পর সোমবার মধ্যরাতে দাঙ্গা শুরু হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, দাঙ্গার পর অনেকগুলো অ্যাম্বুলেন্স কারাগার থেকে বেরিয়ে যেতে দেখা গেছে।
ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মরেনো টুইটে জানান, দেশের কয়েকটি কারাগারে একই সময়ে দাঙ্গার ঘটনা ঘটেছে। দাঙ্গা নিয়ন্ত্রণে কয়েকজন পুলিশ আহত হয়েছেন।
ইকুয়েডরের কারাগারে দাঙ্গার ঘটনা প্রায় নিয়মিত। গেল ডিসেম্বরে লতাচুঙ্গার কারাগারে দাঙ্গায় ৫ বন্দি নিহত হয়েছিলেন।