সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এইচআর টেক্সটাইল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৩ বারে ১ লাখ ৪২ হাজার ৫৯৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ সাবমেরিন কেবলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪২৯ বারে ৩ লাখ ২৫ হাজার ৮১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৯১ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা কেডিএস এক্সসরিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৯৬ বারে ১১ লাখ ৮২ হাজার ৮৫২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৩৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- আইপিডিসি ফাইন্যান্সের ৯.৯৫ শতাংশ, জিএসপি ফিন্যান্সের ৯.৯১ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্সের ৯.৯১ শতাংশ, বারাকা পাওয়ারের ৯.৯০ শতাংশ, এমএল ডাইংয়ের ৯.৮৯ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৯.৮৮ শতাংশ এবং নিউ লাইন ক্লোথিংসের ৯.৮৫ শতাংশ শেয়ার দর কমেছে।
এসকেএস