Top
সর্বশেষ
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর, ফিরছেন উদ্বাস্তুরা শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার

সহসায় উঠছে না ১২ কোম্পানির ফ্লোর

২৫ জানুয়ারি, ২০২৪ ১১:২৪ পূর্বাহ্ণ
সহসায় উঠছে না ১২ কোম্পানির ফ্লোর

দেশের অর্থনীতির উন্নয়নে পুঁজিবাজারকে কাজে লাগাতে চায় সরকার। এই জন্য প্রয়োজন একটি গতিশীল পুঁজিবাজার। পুঁজিবাজারকে গতিশীল করার জন্য দীর্ঘদিন পর প্রথম ধাপে ৩৫ কোম্পানি বাদে সকল কোম্পানির ফ্লোর প্রাইস তুলে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এর পর গত ২২ জানুয়ারি ১২টি কোম্পানি বাদে সকল কোম্পানির ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয়। নতুন করে বাজারে গুজব ছড়ানো হচ্ছে উঠে যাচ্ছে ১২ কোম্পানির ফ্লোর প্রাইস। বিষয়টি সত্য নয় বলে একাধিক সূত্র বাণিজ্য প্রতিদিনকে নিশ্চিত করেছে। পুঁজিবাজার আরও স্থিতিশীল হওয়ার আগ পর্যন্ত ১২টি কোম্পানির ফ্লোর উঠছে না।

এর আগে গত ১৮ জানুয়ারি ৩৫টি রেখে বাকি সব কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস তুলে নিয়েছিল কমিশন। যার পরে ২ কার্যদিবসের মাথায় ওই ৩৫টির মধ্য থেকে ১২টি রেখে ২৩টি থেকে ফ্লোর প্রাইস তুলে নিল কমিশন।

ফ্লোর প্রাইস আছে যে ১২টি কোম্পানির

আনোয়ার গ্যালভানাইজিং, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেক্সিমকো, বিএসআরএম লি: গ্রামীণ ফোন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম, ওরিয়র ফার্মা, রেনাটা লিমিটেড, রবি িএবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

শেয়ার