Top
সর্বশেষ
শেষ দিন কিস্তি পরিশোধ না হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ হবে এমডি সিওও সিটিও পদে নিয়োগ দেবে ডিএসই অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে ১০ ডিসেম্বর, সমৃদ্ধ হবে ১ কোটি ২২ লাখ ইউনিটের তথ্য প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, পিছিয়ে ময়মনসিংহ-রংপুর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক

টিকা নিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

২৪ ফেব্রুয়ারি, ২০২১ ৩:৪৮ অপরাহ্ণ
টিকা নিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক :

মালয়েশিয়ায় করোনার প্রথম টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন। দেশটিতে করোনাভাইরাস প্রতিরোধের ঘোষণা অনুযায়ী বুধবার (২৪ ফেব্রুয়ারি) পুত্রজায়া জেলা স্বাস্থ্য অফিসে (পিকেডি) জাতীয় কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে প্রথম টিকা নেন তিনি।

এর মাধ্যমে দেশের জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে প্রশংসিত হয়েছেন প্রধানমন্ত্রী। টিকা নেওয়ার পর দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা নির্ভয়ে টিকা নিতে পারেন। করোনা থেকে আমাদের রক্ষা করতে হবে।

প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের পর দেশটির স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের চারজন সদস্য টিকা নেন। এরইমধ্যে মালয়েশিয়া প্রায় ৬ লাখ করোনা টিকা পেয়েছে।

দেশটির ৮০ শতাংশ জনগোষ্ঠী বা দুই কোটি ৬৫ লাখ মানুষকে তিনটি ধাপে করোনার টিকা দেওয়া হবে। বুধবার থেকে এপ্রিল মাস পর্যন্ত প্রথম ধাপে ৫ লাখ সম্মুখসারির করোনাযোদ্ধাকে টিকা দেওয়া হবে। এরপর এপ্রিল থেকে আগস্টে দ্বিতীয় ধাপে ঝুঁকিপূর্ণ গোষ্ঠী, ৬০ বছর বা তার বেশি বয়সের নাগরিক এবং হৃদরোগ, স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও প্রতিবন্ধী ব্যক্তিদের এই টিকা দেওয়া হবে।

মে মাস থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তৃতীয় ধাপের টিকা কার্যক্রম। এই ধাপে ১৮ বা তার বেশি বয়সীদের টিকার আওতায় আনা হবে। এছাড়াও মালয়েশিয়ায় অবস্থানরত বৈধ-অবৈধ অভিবাসীদের করোনাভাইরাসের ভ্যাকসিন ফ্রি দেওয়া হবে বলেও ঘোষণা দেয় দেশটি।

শেয়ার