Top

ঘরের কাজের জন্য পারিশ্রমিক পেলেন চীনা নারী

২৪ ফেব্রুয়ারি, ২০২১ ৪:০৭ অপরাহ্ণ
ঘরের কাজের জন্য পারিশ্রমিক পেলেন চীনা নারী

ঘরে কাজের জন্য ডিভোর্স হওয়া এক নারীকে পারিশ্রমিক দিতে স্বামীকে নির্দেশ দিয়েছেন চীনের বেইজিংয়ের একটি ডিভোর্স আদালত।

বিবিসি জানিয়েছে, বৈবাহিক অবস্থায় ঘরের কাজের জন্য স্বামীকে পারিশ্রমিক পরিশোধের বিষয়ে নজিরবিহীন এই রায় দেয় চীনা একটি আদালত।

খবরে বলা হয়, পাঁচ বছর বিনা বেতনে ঘরের কাজ করার ক্ষতিপূরণ হিসেবে চীনা মুদ্রায় ওই নারীকে (ওয়াংক) ৫০ হাজার ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬ লাখ ৫৩ হাজার টাকা) পরিশোধ করার আদেশ দেন আদালত।

আদালত জানায়, ২০১৫ সালে বিয়ে করেন চেন এবং ওয়াং। ৫ বছর সংসার করার পর ২০২০ সালে স্ত্রী ওয়াংকে তালাক দেন স্বামী চেন।  তবে তালাকের বিষয়টি মানতে পারছিলেন না স্ত্রী। শেষ পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করেন তিনি।

স্ত্রী ওয়াংয়ের এই যুক্তি মেনে নেয় বেইজিংয়ের ফাংশান জেলার আদালত। সাংসারিক জীবনের প্রতি মাসে দুই হাজার ইউয়ান করে দেওয়ার পাশাপাশি এককালীন আরও ৫০ হাজার ইউয়ান দেওয়ার নির্দেশ দেন বিচারক।

আদালত বলেছেন, বিবাহবিচ্ছেদের পর সাধারণত দুজনের (দম্পতি) যৌথ পরিমাপযোগ্য সম্পত্তি ভাগাভাগি হয়। কিন্তু গৃহকর্ম অপরিমাপ্য সম্পত্তি, আর তার মূল্য রয়েছে।

এদিকে, মামলার রায় নিয়ে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবো সরগরম হয়ে উঠেছে। সেখানে এ নিয়ে চলছে নানা আলোচনা।

শেয়ার