‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর ২৬ জানুয়ারি শুক্রবার বিকাল ৪টায় শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
‘নারী শিক্ষা জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া” শিরোনামে একুশে পাঠচক্রের ২৫তম আসরে নাকশি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন সাবেক প্রধান শিক্ষক,লেখক জোবায়দা খাতুন,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আল মামুন,সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষক শান্তি সাহা,শঙ্করী সাহা,শিশু শিক্ষার্থী একুশে দ্যুতি,চন্দ্রিকা দ্যুতি,তাসলিম মাশুক,মিথিল সাহা,ইচ্ছে সাহা,উষসী সাহা,পৌসী সাহা।
এছাড়াও উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম, শিক্ষক মাহমুদুল আহসান লিটন,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনারুল সাংবাদিক শাহাদাত তালুকদার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাদ্দাম হোসেন,সাংবাদিক পুলক রায় প্রমুখ।
বক্তারা বলেন,রোকেয়া প্রণীত অবরোধ-বাসিনী (১৯৩১) বইয়ের ভূমিকা লক্ষ করলে বিষয়টি বোঝা যাবে। এখানে তিনি বলেছেন, ‘কতগুলি ঐতিহাসিক ও চাক্ষুষ সত্য ঘটনার হাসি-কান্না লইয়া “অবরোধ-বাসিনী” রচিত হইল।’ এই মহিয়সী নারী বাইরের দেশে চালু নারীবাদী ভাবনার ছকচিত্রের মধ্য দিয়ে বাংলার নারীদের সমস্যাকে দেখেননি, বরং বঙ্গদেশের নারীসমাজকে প্রত্যক্ষ করার মধ্য দিয়ে বিশ্ব নারীবাদী তত্ত্বদর্শনকে ঋদ্ধ করেছেন। চারপাশের নারীসমাজকে তিনি দেখেছেন দরদি হৃদয় ও যুক্তিবাদী মন দিয়ে। আর এভাবেই সামাজিক বাস্তবতার নিরিখে তৈরি করেছেন নারী মুক্তির প্রশস্ত পথ। এখানেই রোকেয়ার নারীবাদী ভাবনার অনন্যতা।
দ্বিতীয় পর্বে কবিতার আসরে স্বরচিত কবিতা পাঠ করেন মিথিল সাহা,তাসনিম মাশুক।কবিতা আবৃত্তি করেন আসওয়াদ, সাব্বির আহমেদ প্রমুখ।