Top

আজ জামিন চেয়ে আপিল করবেন ড. ইউনূস

২৮ জানুয়ারি, ২০২৪ ১০:৪৫ পূর্বাহ্ণ
আজ জামিন চেয়ে আপিল করবেন ড. ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজার রায়ের বিরুদ্ধে অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চার জন আপিল দায়ের করবেন।

রোববার (২৮ জানুয়ারি) শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিল দায়ের করা হবে।

ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আপিলে আমরা ২৫টি আইনি যুক্তি তুলে ধরবো। সকাল ১০টায় ট্রাইব্যুনালে হাজির হয়ে আপিল করার পাশাপাশি ড. ইউনূসের জামিন প্রার্থনা করা হবে।

গত ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেন আদালত। তবে আপিল করার শর্তে আসামিদের এক মাসের জামিন দেওয়া হয়। ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় দেন।

দণ্ডিত অপর ৩ আসামি হলেন, গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম এবং মো. শাহজাহান।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চার জনের বিরুদ্ধে এ মামলা করেন।

মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়। গত বছর ৬ জুন ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলায় চার্জ গঠন করা হয়।

বিএইচ

শেয়ার