সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জিবিবি পাওয়ার লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৮৯২ বারে ২৫ লাখ ১ হাজার ৪৫১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৯৪ বারে ১ লাখ ৪১ হাজার ১৮৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩১ বারে ৮৩৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ফু-ওয়াং ফুডের ৪.৬৪ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ৪.২৩ শতাংশ, এমারেল্ড অয়েলের ৪.১৫ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৪.০৬ শতাংশ, লিব্রা ইনফিউশনের ৩.৮৬ শতাংশ, সি পার্ল বিচের ৩.৮১ শতাংশ এবং ইমাম বাটনের ৩.৬২ শতাংশ শেয়ার দর কমেছে।
এসকেএস