সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি থাই ফুড লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১৬ দশমিক ১৯ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৬০৪ বারে ১৭ লাখ ৩১ হাজার ২৪০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৬৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা জেএমআই সিরিঞ্জের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৩৫০ বারে ৩৫ হাজার ৯৭৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৩৪১ বারে ১১ লাখ ১৫ হাজার ১১৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিএসআরএম স্টিলের ৯.৯০ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ৯.৮৯ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৯.৮৯ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৯.৮৯ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৯.৮৬ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৯.৮৬ শতাংশ এবং আরামিট সিমেন্টের ৯.৮৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস