সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ১৩ দশমিক ৮৪ শতাংশ। ফান্ডটি ১ হাজার ৬৭৬ বারে ২৮ লাখ ৯০ হাজার ৮৮১ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৩৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ফার কেমিক্যালের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ । কোম্পানিটি ১৯৫ বারে ২ লাখ ২ হাজার ৬৭৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৮ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সিকদার ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ । কোম্পানিটি ১৭ বারে ৬৫০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খুলনা প্রিন্টিংয়ের ৯.৯০ শতাংশ, আফতাব অটোর ৯.৮৮ শতাংশ, ইভেন্স টেক্সটাইলের ৯.৮৭ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৯.৮৫ শতাংশ, মালেক স্পিয়ের ৯.৭৮ শতাংশ, সাইহাম কটনের ৯.৭৭ শতাংশ এবং সাইহাম টেক্সটাইলের ৯.৬৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস