Top
সর্বশেষ

শরীফা-হুমায়নের কাছে মিললো দুই হাজার ফেনসিডিল

০৩ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:৩৪ অপরাহ্ণ
শরীফা-হুমায়নের কাছে মিললো দুই হাজার ফেনসিডিল
রংপুর প্রতিনিধি :

র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরের পৃথক অভিযানে ২ হাজার পিচ ফেনসিডিলসহ এক নারী মাদক কারবারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার দুপুরে র‌্যাব-১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার রাতে র‌্যাব-১৩ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার হেলেঞ্চা গ্রামে মাদক কারবারী শরীফা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ৬২২ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে।

অপরদিকে র‌্যাব-১৩ আরো একটি দল নীলফামারী তিস্তা ব্যারেজ এলাকায় অভিযান চালিয়ে ১৩২৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী হুমায়ন কবির ও সৈয়দ আলীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিঠাপুকুর ও ডিমলা থানায় মাদক দ্রব্য আইনে মামলা করেছে র‌্যাব।

শেয়ার