সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কাট্টলী টেক্সটাইল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৪০ বারে ২১ লাখ ৫৯ হাজার ৮৭০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৭০ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বাংলাদেশ ফাইন্যান্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৪৫৪ বারে ১১ লাখ ১৭ হাজার ৩৩৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৮১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আমান কটনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ২২৬ বারে ২ লাখ ৩৩ হাজার ৫০৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-পিপলস ইন্স্যুরেন্সের ৯.৯৫ শতাংশ, তিতাস গ্যাসের ৯.৮৯ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৯.৮৭ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্সের ৯.৮৪ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৯.৮০ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৯.৭৮ শতাংশ এবং ফরচুন সুজের ৯.৭১ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস