রাশিয়ার একটি এমআই-৮ হেলিকপ্টার দেশটির উত্তরাঞ্চলীয় কারেলিয়া অঞ্চলের হ্রদে বিধ্বস্ত হয়েছে। এতে তিনজন আরোহী ছিল বলে জানিয়েছে দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের খবর অনুসারে, হেলিকপ্টারটি একটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে মন্ত্রণালয় বলেছে, রবিবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়া হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ ইউরোপের দ্বিতীয় বৃহত্তম হ্রদ কারেলিয়ার ওনেগা তীর থেকে ১১ কিলোমিটার (৬.৮ মাইল) দূরে ৫০ মিটার (১৬৪ ফুট) গভীরতায় পাওয়া গেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ডুবুরি এবং একটি রিমোট নিয়ন্ত্রিত আন্ডারওয়াটার ভেহিকেল মোতায়েন করা হচ্ছে। তবে ক্রু সদস্যদের অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।
বিএইচ