সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আফতাব অটোমোবাইলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ১০৬ বারে ৪৫ লাখ ৪০ হাজার ৯১৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২২ কোটি ২৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২১ বারে ৯৫৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৯ হাজার ৬৯৪ বারে ২ কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৯৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮৩ কোটি ৪৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এমারেল্ড অয়েলের ৯.৮৮ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্সের ৯.৮৭ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলসের ৯.৬৫ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৯.৫৫ শতাংশ, নাভানা সিএনজির ৯.৩৯ শতাংশ, জেমিনি সি ফুডের ৮.৭৫ শতাংশ এবং অলিম্পিক এক্সেসরিজের ৮.২৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস