সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফ্যামিলিটেক্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭০২ বারে ২০ লাখ ৬৬ হাজার ৭৪০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬৮৯ বারে ১৯ লাখ ৫৪ হাজার ৯৫৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা নুরানি ডাইংয়ের ইউনিট শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ০৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৪৯ বারে ৪ লাখ ৩২ হাজার ৯১৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ৫.৯০ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৫.৭১ শতাংশ, ক্রিষ্টাল ইন্স্যুরেন্সের ৫.৬১ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনের ৫.৬১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসের ৫.৪১ শতাংশ, আরামিট সিমেন্টের ৫.১৯ শতাংশ এবং কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৪.৯৫ শতাংশ শেয়ার দর কমেছে।
এসকেএস