সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৭টি কোম্পানির মোট ২৮ কোটি ৬৬ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ফরচুন সুজের ৫ কোটি ৭২ লাখ ৭৩ হাজার, দ্বিতীয় স্থানে বিকন ফার্মার ৩ কোটি ৯৭ লাখ ৯১ হাজার ও তৃতীয় স্থানে মুন্নু সিরামিকের ৩ কোটি ৬০ লাখ, এবং টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৩ কোটি ২৪ লাখ ৩ হাজার, ওরিয়ন ইনফিউশনের ২ কোটি ৭০ লাখ ৭৮ হাজার, গ্রামীণফোনের ১ কোটি ৬৮ লাখ ৯০ হাজার, সোনালী পেপারের ১ কোটি ১৭ লাখ ২ হাজার, বেক্সিমকোর ৮০ লাখ ৬৮ হাজার, দেশবন্ধু পলিমারের ৮০ লাখ এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৪৬ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসকেএস