Top

৫০ বছর পর মার্কিন মহাকাশযানের ফের চাঁদে অবতরণ

২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:২৭ পূর্বাহ্ণ
৫০ বছর পর মার্কিন মহাকাশযানের ফের চাঁদে অবতরণ

৫০ বছর পর ফের চাঁদে অবতরণ করেছে মার্কিন মহাকাশযান। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) চাঁদের দক্ষিণ মেরুর কাছে মহাকাশযানটি অবতরণ করে ।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ষড়ভুজ আকৃতির মহাকাশযানটি সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করেছে।

রয়টার্স জানায়, ব্যক্তিমালিকানাধীন পর্যায়ে এই প্রথম চাঁদে মহাকাশযান পাঠাল যুক্তরাষ্ট্র। টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠান ইনটুইটিভ মেশিন এই মহাকাশযান তৈরি করেছে।

ইনটুইটিভ মেশিন ও নাসা যৌথ বিবৃতিতে জানিয়েছে, ষড়ভূজ আকৃতির রোবট অডিসিয়াস স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে চাঁদে অবতরণ করে। বাণিজ্যিক মহাকাশযানের মাধ্যমে পরিচালিত এই চন্দ্রাভিযানে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান নাসা।

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে একটি মার্কিন প্রতিষ্ঠানের চন্দ্রাভিযান ব্যর্থ হয়। এতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর চন্দ্রাভিযান পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। সবশেষ ১৯৭২ সালে নাসা সফলভাবে চাঁদে অ্যাপোলো–১৭ মিশন পরিচালনা করে।

সূত্র: রয়টার্স

বিএইচ

শেয়ার