সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরটরিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৪৩ বারে ২ হাজার ৮৮৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বিকন ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ২১৪ বারে ৫ লাখ ৩৫ হাজার ৩৮৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ২৮ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা গোল্ডেন সনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৩৭ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৯০২ বারে ৮২ লাখ ৯৩ হাজার ২৪৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৯১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফাইন ফুডস, এটলাস বাংলাদেশ, আনলিমা ইয়ার্ন ডাইং, স্ট্যান্ডার্ড ব্যাংক, সিকদার ইন্সুরেন্স, রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড এবং প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।
এসকেএস