Top
সর্বশেষ
হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা

ডিএসইর সূচক কমেছে ৩৭ পয়েন্ট

১০ মার্চ, ২০২৪ ৯:৩৬ অপরাহ্ণ
ডিএসইর সূচক কমেছে ৩৭ পয়েন্ট

সপ্তাহের প্রথম কার্য দিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সারাদিন ছিলো যান্ত্রিক ত্রুটি। ফলে সারাদিন এক ধরণের অন্ধাকারে লেনদেন হয়েছে পুঁঁজিবাজারে। সূচক আসলে কত কমেছে তা নিয়ে ছিলো ধোয়াশা। তবে সব শেষে বিষয়টি পরিস্কার হয়েছে। প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক কমেছে ৩৭ পয়েন্ট।

আজ রোববার লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যে ডিএসইর মূল সূচক বা ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৬ হাজার ১১২ পয়েন্টে নেমে এসছে। দিন শেষে সেটি দেখিয়েছে ১৪১ দশমিক ৫৭ পয়েন্ট।  অবশেষে বিষয়টি পরিস্কার করেছে ডিএসই। এই দিন সূচক কমেছে ৩৭ দশমিক ৫২ পয়েন্ট।

তথ্য অনুযায়ী, রোববার (১০ মার্চ) সপ্তাহের প্রথম কার্যদিবসের শুরুতেই ওয়েবসাইটে বিভ্রান্তি দেখা দেয়। সকাল ১০টায় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়। তখন থেকেই ওয়েবসাইটে ভুল তথ্য দেখানো শুরু হয়। সকাল ১০টা ১০ মিনিটে ওয়েবসাইটে প্রদত্ত তথ্য অনুসারে, ডিএসই ব্রড ইনডেক্স ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ হাজার ১২ দশমিক ৩৬ পয়েন্ট বা ৯৯ দশমিক ৯৯ শতাংশ কমে দশমিক ৩৯ পয়েন্ট দেখায়। অথচ তখন পর্যন্ত বাজারে ২২৬টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে, যার মধ্যে ১৫৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, যা লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ৭০ দশমিক ৩২ শতাংশ।

এরপর দিনশেষে দেখায় ডিএসইএক্স ১৪১ দশমিক ৫৭ পয়েন্ট। এতে দেখায় দিনশেষে সূচক কমেছে ৫ হাজার ৯৭১ পয়েন্ট বা ৯৭ দশমিক ৬৮ শতাংশ। এরমধ্যে দেখা যায় ৮৪টি কোম্পানির শেয়ারদর বেড়েছে এবং ২৬১টি কোম্পানির শেয়ারদর কমেছে। দিনশেষে লেনদেন হয়েছে ৪৭৮ কোটি ২৬ লাখ টাকা।

আলোচিত সময়ে শরীয়াহ সূচক ডিএসইএসের অবস্থান দেখানো হয় দশমিক ০৪ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ১ হাজার ৩৩৫ দশমিক ৮৪ পয়েন্ট বা ৯৯ দশমিক ৯৯ শতাংশ কম।

অন্যদিকে বাজারমূলধনের দিক থেকে বৃহৎ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ এর অবস্থান দেখানো হয় ২ হাজার ৯৬ দশমিক ৫৭ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ২ দশমিক ২৩ পয়েন্ট বা দশমিক ১০৬ শতাংশ বেশি। বেলা সাড়ে ১০টা নাগাদ ওয়েবসাইটে মূল্যসুচক তিনটির সব তথ্য দেখানো হয় শূন্য। এদিকে সূচকের গ্রাফেও কোনো তথ্য ছিল না বেলা সাড়ে ১০টা পর্যন্ত।

 

শেয়ার