সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সারাদিন যান্ত্রিক ত্রুটি থাকলেও দ্বিতীয় কার্যদিবসে সূচকের স্বাভাবিক উত্থানে লেনদেন শুরু হয়েছে। এদিন লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সকাল ১০টা ১০ মিনিটে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩২৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৮৯ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ২২২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭০ টির, দর কমেছে ২৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৮ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৪ লাখ টাকা।
এসকেএস