শেরপুর প্রতিনিধি:
শেরপুর নকলা উপজেলার দেশ রূপান্তরের সংবাদদাতা শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের সাজা দেওয়ার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে ঝিনাইগাতীতে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার(১২মার্চ) সকাল ১০টায় ঝিনাইগাতী বাজারের ঐতিহাসিক আমতলায় ওই মানববন্ধন করা হয়।
সাংবাদিক আমিরুজ্জামান লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন–ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি নমশের আলম, সাধারণ সম্পাদক দুদু মল্লিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাইফুল ইসলামসহ আরও অনেকে।
এসময় বক্তারা রানার দ্রুত মুক্তি দাবি করেন। একই সঙ্গে ওই দিন দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ইউএনও ও এসিল্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বক্তারা বলেন, তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে না পেয়ে, উল্টো জেলে যেতে হয়েছে সাংবাদিক রানাকে। এটা কোনোমতেই মেনে নেওয়া যায় না।
বিএইচ