Top
সর্বশেষ
রপ্তানি নীতিমালার খসড়া নীতিগত অনুমোদন খাদ্যপণ্যে কর না বাড়ানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর, করপোরেট শুল্ক হ্রাসের পরিকল্পনা এনবিআরের ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ বিশ্বজুড়ে শেয়ারবাজার চাঙা, দেশে বড় পতন মুক্তিযোদ্ধার কবর খুঁড়তে গিয়ে মিলল গ্রেনেড আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের দাম আরও কমলো মৃত্যুদণ্ড চূড়ান্তের আগে কনডেম সেলে না রাখার সিদ্ধান্ত স্থগিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক সুদৃঢ় করা নিয়ে আলোচনা হয়েছে: পরিবেশমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড লু সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল বিএনপি: প্রধানমন্ত্রী

শরবত ছাড়াও গৃহস্থালির যেসব কাজে লেবু ব্যবহার হয়

১৪ মার্চ, ২০২৪ ৩:১৩ অপরাহ্ণ
শরবত ছাড়াও গৃহস্থালির যেসব কাজে লেবু ব্যবহার হয়

লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ আছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শুধু রান্নার স্বাদ বাড়াতে বা লেবুর শরবত নয়, আরও একাধিক বিষয়েই লেবু ভীষণ সাহায্য করে থাকে। এছাড়া একাধিক গৃহস্থালির কাজেও ব্যবহৃত হতে পারে।

দেখে নিন কোন কোন গৃহস্থালির কাজে লেবু ব্যবহার করা যায়:

*রান্না করার সময় নখ হলুদ হয়ে গেলে রান্না শেষে লেবুর খোসা নখে ঘষে নিন এতে হলদে ভাব দূর হবে।

*এক টুকরো লেবু কেটে ফুলদানিতে রেখে দিলে অনেক দিন ফুল সতেজ থাকবে।

* সাদা জামার ঔজ্জ্বল্য হারিয়ে গেলে বালতিতে সাদা জামা ও লেবু পানি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলে জামার উজ্জ্বলতা আবার ফিরে আসে।

* চা বা মসলা অথবা অন্য কিছুর দাগ জামায় লাগলে সে দাগও তোলা যাবে লেবুর সাহায্যে। যেখানে দাগ লেগেছে সেখানে লেবু ঘষে কিছুক্ষণ রেখে ধুয়ে নিলেই হবে।

*গায়ে বা ঘরের কোথাও রং লাগলে না ঘাবড়িয়ে কেবল লেবুর সঙ্গে একটু অ্যালকোহল মিশিয়ে ঘষে মুছে নিলেই রং উঠে যাবে।

* কফি খেতে গিয়ে অনেক সময় জামাতে পড়ে যায়। তখন সেই দাগ তুলতেও লেবু ব্যবহার করা হয়ে থাকে।

*প্রতিদিন সকালে এক পিস লেবুর ওপর সামান্য লবণ ছিটিয়ে দাঁতে ঘষুন। দাঁতের হলদেটে ভাব দূর হবে।

* কাটিং বোর্ড পরিষ্কার করতে সাহায্য করে লেবু। লেবুর টুকরো কাটিং বোর্ডে ঘষুন। এরপর লবণ ছড়িয়ে রেখে দিন কিছুক্ষণ। পরে পানি দিয়ে ধুয়ে নিন।

*মাইক্রোওয়েভ ওভেন থেকে দুর্গন্ধ বের হলে একটি পাত্রে পানি নিয়ে লেবুর খোসা দিন। পাত্রটি মাইক্রোওয়েভ ওভেনের ভেতর পাঁচ মিনিট গরম করুন। দূর হবে দুর্গন্ধ।

বিএইচ

শেয়ার