Top
সর্বশেষ
ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব

সাপ্তাহিক দর পতনের শীর্ষে কর্ণফুলী ইন্স্যুরেন্স

১৬ মার্চ, ২০২৪ ১০:৩০ পূর্বাহ্ণ
সাপ্তাহিক দর পতনের শীর্ষে কর্ণফুলী ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৯ দশমিক ৫২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৫ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ১০ লাখ ১০ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিকের শেয়ার দর কমেছে ১৬ দশমিক ৯০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৫৯ কোটি ৫২ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩১ কোটি ৯০ লাখ ৪০ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা আমরা নেটওয়ার্কসের শেয়ার দর কমেছে ১৬ দশমিক ৯০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৬ কোটি ৫১ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– সিকদার ইন্স্যুরেন্সের ১২.৪৪ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১১.৮৬ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ১১.৬৬ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১’র ১১.৫৯ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স ১১.২১ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১০.৯৪ শতাংশ এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স ১০.৮৯ শতাংশ শেয়ার দর কমেছে।

 

এসকেএস

শেয়ার