নীলফামারী ডোমার উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামি ১ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মেহেদী হাসান আকাশকে সভাপতি এবং সোহানুর রহমান সোহানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত রবিবার (২৪ মার্চ) রাতে নীরফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল ও সাধারণ সম্পাদক মাসুদ সরকার মাসুদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ পাওয়া নতুন কমিটিতে সভাপতি মেহেদী হাসান আকাশ, সহ সভাপতি মনিরুল ইসিলাম মনির, সহ সভাপতি শাহরিয়ার ইসলাম শাসন, সহ সভাপতি মতিলাল রায়, সহ সভাপতি মো. সোহাগ ইসলাম, সহ সভাপতি মো. সহ সভাপতি রিফাত ইসলাম, সহ সভাপতি মো, রানা ইসলাম, সহ সভাপতি সোবহান হোসেন সাগর, সহ সভাপতি হাসিবুর রহমান হাবিব, সহ সভাপতি রবিনাথ চন্দ্র, সহ সভাপতি রাফিউল মিজান পলিন, সহ সভাপতি আসিফ সিদ্দিক তোরণ, সহ সভাপতি মো. রিদয়, সহ সভাপতি নয়ন ইসলাম, সহ সভাপতি সাকিব সেলিম শুভ, সহ সভাপতি সৈকত ইসলাম রতন, সহ সভাপতি আসাদুজ্জামান আসাদ, সহ সভাপতি আসাদুজ্জামান রিদয়, সহ সভাপতি রাসেদুল ইসলাম, সহ সভাপতি মো, আশরাফুল ইসলাম, সহ সভাপতি জিয়ারুল কবির জিয়া,সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান, যুগ্ন সাধারণ সম্পাদক রাহাল ইসলাম ছোটন, যুগ্ন সাধারণ সম্পাদক বিপুল রায়, যুগ্ন সাধারণ সম্পাদক সোহানুর রহমান সুমন, যুগ্ন সাধারণ সম্পাদক তানভির আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, যুগ্ন সাধারণ সম্পাদক লিখুন ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ন সাধারণ সম্পাদক আল-জোবায়ের, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান জীবন, সাংগঠনিক সম্পাদক মো, মামুন ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব শাওন, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আলম নিশান, সাংগঠনিক সম্পাদক তাঈন ইসলাম, সাংগঠনিক সম্পাদক সংগ্রাম সরকার, সাংগঠনিক সম্পাদক মো, মেসবাউল ফেরদৌস স্বচ্ছ, গ্রান্হ ও প্রকাশনা সম্পাদক বিমল রায়, ক্রীড়া সম্পাদক মোকাদ্দেছ হোসেন, পাঠাগার বিষয়ক সম্পাদক জাহিদ হাসান লেলিন, ছাত্রী বিষয়ক সম্পাদক মিতি আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ রাহী, পরিবেশ সম্পাদক আসিব ইসলাম, বিঙ্গান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান পরান।
এসকে