Top
সর্বশেষ
গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

দর বৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিকস

৩১ মার্চ, ২০২৪ ২:২৩ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিকস
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৩৬৮ বারে ৫৫ লাখ ৯৪ হাজার ১৫১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৩ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ২১২ বারে ৫১ লাখ ৫৭ হাজার ৫৯৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সিটি জেনারেল ইন্সুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৪৪ শতাংশ। কোম্পানিটি ৮৮৭ বারে ৫ লাখ ৯১ হাজার ৪৫৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫কোটি ১৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে  রয়েছে –ম্যাকসন্স স্পিনিং, মেট্রো স্পিনিং, আইপিডিসি ফাইন্যান্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স , ফরচুন সুজ, জিএসপি ফাইন্যান্স এবং আইসিবি এএমসিএল গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড।

 

এসকেএস

শেয়ার