Top
সর্বশেষ

রংপুরে শ্রমজীবি ও শিক্ষার্থীদের মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণ

০১ এপ্রিল, ২০২৪ ৪:৩২ অপরাহ্ণ
রংপুরে শ্রমজীবি ও শিক্ষার্থীদের মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণ
নিজস্ব প্রতিবেদক :

রংপুরে কয়েক শতাধিক অসহায় শ্রমজীবি মানুষ ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করেছে রংপুর সরকারি কলেজ ছাত্রলীগ।

রোববার (৩১ মার্চ) বিকেলে নগরীর রংপুর সরকারি কলেজের সামনে এ ইফতার বিতরণ করে নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সভাপতি শাহজাহানুর ইসলাম সৌরভ, সাধারণ সম্পাদক মো: রিপন বাবু, সহ সভাপতি মন্জুরুল ইসলাম মানিক,যুগ্ম সাধারণ সম্পাদক,এহসানুল হক আলিফ, রাকিবুল ইসলাম রকি, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, রাকেশ হোসেন রনি, এ কে এম রাহাত, আনোয়ার, রাকিব মিয়া,প্রিতম, রংপুর সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক আল আমিন সোহাগ,যুগ্ম আহবায়ক,আনিছুর রহমান আনিছ, আব্দুল্লাহ আল আকিব,সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের সভাপতি সিফাত ইসলাম, ৩৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম, ১২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাহমুদ কলি মিলন,২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক বনি ইসলাম রনি,১১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি পলাশ,দিনার, তৌফিক সহ অন্যান্যরা।

ইফতার বিতরণ কার্যক্রম নিয়ে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: রিপন বাবু বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় দুস্থ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে মাসব্যাপি মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের মাধ্যমে ইফতার বিতরণ করা হচ্ছে। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এসকে

শেয়ার