রংপুরে কয়েক শতাধিক অসহায় শ্রমজীবি ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করেছে রংপুর মহানগর ছাত্রলীগ শাখার আওতাভুক্ত হাজিরহাট থানাধীন ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সোমবার (০১ এপ্রিল) বিকেলে নগরীর হাজিরহাট মোড়ে এ ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো, আবুল কাশেম। রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি শাহজাহানুর ইসলাম সৌরভ, সাধারণ সম্পাদক মো: রিপন বাবু, সহসভাপতি আল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হক আলিফ, রাকিবুল ইসলাম রকি, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, এ কে এম রাহাত, আনোয়ার , রংপুর ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আল ইমরান রাজ, ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক স্বপন মিয়া, ২ নং ওয়ার্ডের সহ সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, সাধারণ সম্পাদক বনি ইসলাম রনি, ৩নং ওয়ার্ডের সভাপতি হাসান আলী রিবু,১০ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাহাবুব ইসলাম, ২২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম ও তৌফিক সহ অন্যান্যরা।
ইফতার বিতরণ কার্যক্রম নিয়ে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: রিপন বাবু বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় দুস্থ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে মাসব্যাপী মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের মাধ্যমে ইফতার বিতরণ করা হচ্ছে। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এসকে