সাভার (ঢাকা) প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে দুই চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ৫ বোতল ফেনসিডিল ও ৩০৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
শনিবার (৬ এপ্রিল) দিবাগত রাতে আশুলিয়ার ইউসুফ মার্কেট সংলগ্ন ধনাইদ বড় মাঠ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- আশুলিয়ার নরসিংহপুর এলাকা মো. আব্দুল বারেক ভুঁইয়ার ছেলে রাকিব ভুঁইয়া (২৫) ও খুলনা জেলার দিঘলিয়া থানার সর্দার ডাঙ্গা গ্রামের শাহিন সর্দার ছেলে মো. অনিক সর্দার(২৩)।
পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার ইউসুফ মার্কেট সংলগ্ন ধনাইদ বড় মাঠে কতিপয় মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিল, ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক করা হয়। পরে তাদের নিকট থেকে ৫ বোতল ফেনসিডিল ও ৩০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এআরএস