Top

সাভারে টেক্সটাইল কারখানায় আগুন

১৯ নভেম্বর, ২০২৪ ২:৫৯ অপরাহ্ণ
সাভারে টেক্সটাইল কারখানায় আগুন
প্রতিনিধি :

সাভারের বিরুলিয়ার শাহীবাগে সুরমা টেক্সটাইল কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল দুপুর ২টার দিকে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। এখন পর্যন্ত আগুনের সূত্রপাতের কারণ এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।

সাভার ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মেহেরুল বলেন, দুপুর দেড়টার দিকে ওই পোশাক কারখানায় আগুন লাগে। এ সময় খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

শেয়ার