ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর বিলে ব্রি ধান-৯৬ এর ফসল কর্তন উৎসব ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে জাফরপুরে এ উৎসব ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্রি’র সাবেক মহাপরিচালক, ড. এন আই ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি এর মহাপরিচালক ড. মো: শাহজাহান কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিএসও এবং প্রধান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ ব্রি, ড. আমিনুল ইসলাম, উপ-পরিচালক, ডিএই, ব্রাহ্মণবাড়িয়া কৃষিবিদ সুশান্ত সাহা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গির আলম লিটন, ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু মুছা প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, সিএসও এবং প্রধান, ব্রি কুমিল্লা ড. মো: রফিকুল ইসলাম।
অতিথিবৃন্দ মাঠ পরিদর্শন ও ফসল কর্তন উৎসব উদ্বোধন করেন। অভিজ্ঞতা ও মাঠ পর্যবেক্ষণের উপর কৃষকদের মতামত প্রদান করা হয়।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. শাহজাহান কবির জানান, সরকার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নতুন জাত আবাদে কৃষকদের উৎসাহিত করেছে। আমাদের নতুন জাতগুলো ফলন বিঘা প্রতি ৩০ থেকে ৩২ মণ। কৃষকদের মাঝে এই বীজ দ্রুত জনপ্রিয় করতে সমলয় আকারে সম্প্রসারণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য যে, হাওরে ব্রিধান ২৮ গত দুই বছর ধরে রোগ বালাইয়ে ফলন অনেক কমে যাওয়ায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানা যায়, চলতি মৌসুমে বোরো ধানের নতুন জাত সম্প্রসারণে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, কুমিল্লা এবং উপজেলা কৃষি অফিস জাফরপুর বিলে শতাধিক কৃষকের মাঝে ব্রিধান ২৮ পরিবর্তন করে ব্রিধান ৯৬, ব্রিধান ৮৮, ব্রিধান ১০৪ বীজ এবং সার দেওয়া হয়।
এসকে