তীব্র গরমে পুড়ছে দেশ। আবহাওয়া অধিদপ্তর হিট ওয়েভ জারি করেছে। এমন পরিস্থিতিতে বাফুফে ঘরোয়া ফুটবল সূচিতে খানিকটা পরিবর্তন এনেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ ঢাকার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। তীব্র গরমে কমলাপুর টার্ফে খেলা অনকেটাই কঠিন। এর মধ্যেই গত কয়েক রাউন্ড খেলেছেন ফুটবলাররা। আগামীকাল ও পরশু শেষ রাউন্ডের খেলা। শেষ রাউন্ডের আগে বাফুফে ম্যাচ সূচিতে পরিবর্তন এনেছে। ২৩ ও ২৪ এপ্রিল দিনের প্রথম ম্যাচ বিকেল পাঁচটায়, আরেকটি রাতে দেয়া হয়েছে। যা আগের সূচিতে ছিল দুপুর সোয়া একটা ও বিকেল সাড়ে তিনটায়।
আগামীকাল গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বিকেল তিনটায় ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে লড়বে বাংলাদেশ পুলিশ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের ম্যাচগুলো কিংস অ্যারেনা ছাড়া ঢাকার বাইরে জেলা স্টেডিয়ামে চলছে। সেই স্টেডিয়ামগুলোতে ফ্লাডলাইট না থাকায় ম্যাচের সময় পরিবর্তনের সুযোগ নেই। ম্যাচ শিফট করলে পুরো সূচি জটিলতায় পড়বে।
বিএইচ