Top

৩৪ বছরের মধ্যে ইয়েনের মান সর্বনিম্ন

২৪ এপ্রিল, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ
৩৪ বছরের মধ্যে ইয়েনের মান সর্বনিম্ন

যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের বিপরীতে জাপানের ইয়েনের ব্যাপক দরপতন ঘটেছে। বুধবার (২৪ এপ্রিল) বিগত ৩৪ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে মুদ্রাটির মান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে প্রতি ডলারের দাম উঠেছে ১৫৫ দশমিক ১৭ ইয়েনে।গত ১৯৯০ সালের পর যা সর্বনিম্ন। অর্থাৎ এর আগে কখনও এত কম দর দেখেননি জাপানের নাগরিকরা। এমনকি গোটা বিশ্বের মানুষও।

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ক্রমবর্ধমান রয়েছে। ফলে চলতি বছর সুদের হার নাও কমাতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)।আপাতত তেমনটাই ধারণা করছেন বিনিয়োগকারীরা।

এই প্রত্যাশায় মার্কিন ডলারের দামে বড় উত্থান ঘটেছে। ইতোমধ্যে যা বিগত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। মূলত, এতেই ইয়েন ব্যাপক দর হারিয়েছে।

এই অবস্থায় নিজেদের মুদ্রার উন্নতি ঘটাতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন জাপানের বাসিন্দারা। পরিপ্রেক্ষিতে দেশটির অর্থমন্ত্রী শুনিছি সুজুকি এবং অন্যান্য নীতি-নির্ধারকরা জানান, ইয়েনের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজন অনুযায়ী সাড়া দেবেন তারা।

এআরএস

শেয়ার