Top

গাজীপুরে পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

০২ মে, ২০২৪ ৩:৪৪ অপরাহ্ণ
গাজীপুরে পোশাক শ্রমিকের লাশ উদ্ধার
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরীর চাপুলিয়া এলাকায় (শস্বান ঘাট) থেকে পোষাক শ্রমিক জসিম মিয়ার (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা গ্রামের হোসেন আলীর ছেলে। গাজীপুর মহানগরীর বাসন থানার (নাওজোর) এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতো সে।

বৃহস্পতিবার (০২ মে) বেলা ১১ টায় গাজীপুর সদর মেট্রো থানার উপ-পরিদর্শক (এসআই) বায়োজিদ নেওয়াজ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। ওইদিন সকাল ১০ টায় পুলিশ তার লাশ উদ্ধার করে।

ওই পুলিশ কর্মকর্তা জানান, চাপুলিয়া এলাকার লোকজন সকালে হাটতে বের হয়ে সড়কের পাশে ওই পোশাক শ্রমিককে শুয়ে থাকতে দেখে। প্রথমে স্থানীয়রা মনে করেছিল ধান কাটায় ক্লান্ত হয়ে ওই শ্রমিক ঘুমাচ্ছে। কিন্তু ফেরার পথে দেখি এই অবস্থা। সম্ভবত ভোরের দিকে এ ঘটনা। চেহারা চিনি না। দেহ দেখতে কিছুটা ফ্যাকাশে হয়ে গেছে।

চাপুলিয়া এলাকার পথচারী রাসেল মোহাম্মদ হিরন জানান, ওই ব্যক্তির বিষয়ে কেউ কিছুই বলতে পারছেনা। আমি সকাল ৬ টায় তাকে প্রথম দেখি। হাটা শেষে একই সড়ক দিয়ে ফেরার সময় মরদেহের চারপাশে মানুষের জটলা দেখেছি।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, অতিরিক্ত তাপমাত্রায় সে মারা যেতে পারে। মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডাক্তারের কাছে নেওয়া হবে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে, জানায় পুলিশ। নিহত পোশাক শ্রমিকের দেহে কোনো আঘাতের চিহ্ন নেই।

এসকে

শেয়ার