যেখানে গণতন্ত্র নেই, সেখানে গণমাধ্যমের স্বাধীনতা থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
রোববার (৫ মে) দুপুরে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্রেসক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
মঈন খান বলেন, দেশে এখন মানুষের কথা বলার স্বাধীনতা নেই, মানুষকে একই লাইনে চলতে বাধ্য করা হয়। এমন অবস্থায় গণতন্ত্র রক্ষায় আগে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা দরকার।
তিনি আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। চতুর্থ স্তম্ভ ছাড়া রাষ্ট্র দাঁড়াতে পারে না। সরকার এই সত্যিকে যত দ্রুত উপলব্ধি করতে পারবে ততই মঙ্গল।
এম জি