সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৪৬ বারে ১৭ হাজার ৮২২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রহিমা ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৯ বারে ১৫ হাজার ১৬৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সাউথইস্ট ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৭৫ বারে ১৮ লাখ ৮৯ হাজার ৩৫৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২.৮৭ শতাংশ, রূপালী ব্যাংকের ২.৮ শতাংশ, এপেক্স ট্যানারির ২.৭৪ শতাংশ, আরডি ফুডের ২.৬৭ শতাংশ, আইসিবি ইসলামীক ব্যাংকের ২.৬৩ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ২.৫৯ শতাংশ এবং জেমিনি সী ফুড পিএলসির ২.৪৭ শতাংশ শেয়ার দর কমেছে।
এসকেএস