গোলরক্ষক ম্যানুয়েল নয়ার পুরো ম্যাচেই দুর্দান্ত সব সেভ করে বায়ার্ন মিউনিখকে ম্যাচে রাখেন নিরাপদ। সেই নয়ারই শেষ দিকে অপ্রত্যাশিত ভুল করে বসলেন। তার হাত থেকে ছিটকে যাওয়া বলে গোল করলেন হোসেলু। কিছুক্ষণ পর অফসাইডের ফাঁদ ভেঙে হয় আরও একটি গোল। ফলে স্প্যানিশ চ্যাম্পিয়নরা পেয়ে যায় ফাইনালের টিকিট।
বুধবার (৮ মে) সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলের ব্যবধানে হারায় রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বার্নাব্যুতে ৫৭ শতাংশের অধিক সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের ৭ শটের বিপরীতে তারা নেয় ১৯ শট।
গোলশূন্য প্রথমার্ধের পর ৬৮ মিনিটে আচমকা লিড পায় বায়ার্ন। পাল্টা আক্রমণ থেকে হ্যারি কেনের বাড়ানো বল নিয়ে বাঁ-পায়ে নিশানাভেদ করেন কানাডিয়ান ফুটবলার আলফানসো ডেভিস।
এর কিছুক্ষণ পর ডেভিসের পায়ে লেগে বল বাভারিয়ানদের জালে জড়ালে সমতায় ফিরতে বসেছিল রিয়াল। তবে এ সময় জশুয়া কিমিচ ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে রেফারি গোল বাতিল করেন।
ম্যাচের ৮১ মিনিটে ফেদেরিকো ভালভার্দের পরিবর্তে জোসেলুকে মাঠে নামান কোচ আনচেলত্তি। সাত মিনিট পরই বাঁ-পায়ের শটে এ স্পেনিয়ার্ড বল জালে জড়িয়ে সমতা টানেন। অতিরিক্ত সময়ে আবারও গোল করেন হোসেলু। কিন্তু বাধ সাধে তার অবস্থান। পরে ভার রিভিউ দেখে রেফারি নিশ্চিত হন, অফসাইড নয়; সেটি গোলই। তাতে আনন্দের জোয়ার উঠে বার্নাব্যুতে।
আগামী ১ জুন ১৫তম শিরোপার লক্ষ্যে মাঠে নামবে রিয়াল। সেখানে তাদের জন্য অপেক্ষা করছে মঙ্গলবার (৭ মে) পিএসজিকে বিদায় করা বরুশিয়া ডর্টমুন্ড।
বিএইচ