Top

বাংলাদেশসহ বিশ্বব্যাপী পুঁজিবাজারে পতন

০৯ মে, ২০২৪ ৫:৩৮ অপরাহ্ণ
বাংলাদেশসহ বিশ্বব্যাপী পুঁজিবাজারে পতন

ফের বাংলাদেশের শেয়ারবাজারে পতন শুরু হয়েছে। বৃহস্পতিবারও (৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূচক নিম্নমুখী হয়েছে। পাশাপাশি টানা তিন কার্যদিবসে উভয় বাজারে শেয়ারের দরপতন হলো। একইসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজারে নিম্নগামিতা দেখা গেছে।

এদিন ডিএসই ও সিএসই’তে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। সেই সঙ্গে কমেছে সবক’টি মূল্য সূচক। লেনদেনের শেষদিকে বিক্রির চাপ বাড়ায় বিনিয়োগকারীদের একটি অংশ। ফলে এই নিম্নমুখিতা তৈরি হয়।

দিনের লেনদেন শেষে ডিএসই’তে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দর কমেছে ২৫৮টির। আর ৪১টির মূল্য অপরিবর্তিত রয়েছে।

এতে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট কমে ৫ হাজার ৬৬১ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরিয়াহ্ সূচক ৭ পয়েন্ট হ্রাস পেয়ে ১ হাজার ২৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে ২ হাজার ১৫ পয়েন্টে অবস্থান করছে।

দাম বাড়ার তুলনায় প্রায় দ্বিগুণের বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমেছে। তবে ডিএসই’তে লেনদেনের পরিমাণ বেড়েছে। দিনভর বাজারটিতে যা হয়েছে ৯১১ কোটি ৩৭ লাখ টাকা। আগের দিনের চেয়ে যা ৪১ কোটি ৭৮ লাখ টাকা বেশি।

এক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। কোম্পানিটির ৩৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের ৩৭ কোটি ১৮ লাখ টাকার স্টক হাতবদল হয়েছে। ৩২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেনের মধ্য দিয়ে তৃতীয় স্থানে রয়েছে বেস্ট হোল্ডিং।

ডিএসই’তে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- লাভেলো আইসক্রিম, ওরিয়ন ইনফিউশ, ই-জেনারেশন, গোল্ডেন সন, প্যারামাউন্ট টেক্সটাইল, ফারইস্ট নিটিং এবং আলিফ ইন্ডাস্ট্রিজ।

অপর শেয়ারবাজার সিএসই’র সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৮১ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টির দাম বেড়েছে। বিপরীতে দর কমেছে ১৪৬টির এবং ২৪টির মূল্য অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৫৭ কোটি ৯১ লাখ টাকা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, একই দিনে বিশ্বব্যাপী শেয়ারবাজারে পতন হয়েছে। প্যান-ইউরোপিয়ান স্টকস ৬০০ সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। জাপানের নিক্কেই সূচকের পতন ঘটেছে শূন্য দশমিক ২ শতাংশ। অস্ট্রেলিয়ার সম্পদভিত্তিক শেয়ারবাজার নিম্নগামী হয়েছে ১ দশমিক ১ শতাংশ।

দক্ষিণ কোরিয়ার সূচকে নিম্নগামিতা দেখা গেছে ১ শতাংশ। নাসডাক অ্যান্ড এসঅ্যান্ডপি ৫০০ সূচকের মান কমেছে শূন্য দশমিক ২ শতাংশ। তবে চীনের ব্লু-চিপ সূচক ঊধ্র্বমুখী হয়েছে ১ শতাংশ। হংকংয়ের হ্যাং সেং সূচক ঊধ্র্বগামী হয়েছে ১ দশমিক ২ শতাংশ।

শেয়ার