Top

একুশে পাঠ-চক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত

১১ মে, ২০২৪ ২:০০ অপরাহ্ণ
একুশে পাঠ-চক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি :

‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর ১০ মে শুক্রবার বিকাল ৫টায় শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

‘একুশ শতকের রবীন্দ্রনাথ’ শিরোনামে একুশে পাঠচক্রের ৪০তম আসরে শিক্ষক জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন শিক্ষক মুঞ্জুয়ারা বেগম,সংস্কৃতিমান জয়জিৎ দত্ত শ্যামল, সহকারী প্রধান শিক্ষক মশিউর রহমান মুসা,প্রভাষক স্বপ্না চক্রবর্তী।

এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার,শিক্ষক কার্তিক সাহা, শিক্ষক সামেদুল ইসলাম, শিক্ষক শান্তি সাহা, ব্যাংক কর্মকর্তা আওয়াল হোসেন টুটুল,কৃষিবিদ সাজ্জাদ হোসেন তুলিপ, সাংবাদিক অমিত চক্রবর্তী প্রমুখ।

দ্বিতীয় পর্বে গান ও কবিতার আসরে কবিতা পাঠ করেন মুঞ্জুয়ারা বেগম, অরুপ দেবনাথ, একুশে দ্যুতি, পৌসি সাহা। গান পরিবেশন করেন শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষক মাঈন উদ্দিন তালুকদার, সদানন্দ সরকার, তাপস্বী সাহা, মনি গাঙ্গুলি, দিপা সাহা,সৃজা সরকার, মোনালি সাহা, সেঁজুতি সাহা, ত্বোয়া মনি, বৃন্দা সাহা, প্রাঞ্জল সাহা। সঞ্চালনা করেন মানিক সাহা, একুশে দ্যুতি ও চন্দ্রিকা দ্যুতি।

এসকে

শেয়ার