Top

গাজীপুরে দু’দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

১১ মে, ২০২৪ ৬:১৮ অপরাহ্ণ
গাজীপুরে দু’দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে শুরু হয়েছে দুইদিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৪। ‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এ মেলার উদ্বোধন করেন।

বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠাণ ও বিজ্ঞান ক্লাবের শিক্ষার্থী ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত অন্ততঃ ৩০টি প্রযুক্তি ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি স্টলে প্রদর্শণ করেন। সমাপনী দিনে বিজ্ঞানভিত্তিক সেমিনার ও ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হবে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় গাজীপুর জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের সমৃদ্ধ হতে হবে। জেলা পর্যায়ে এমন বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদেরকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলবে বলে মন্তব্য করেন জেলা প্রশাসক।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এম এ বারি, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক। এর আগে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাণের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

এসকে

শেয়ার