সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮০১ বারে ১ লাখ ৯৬ হাজার ৪৩৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৭৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিভিও পেট্রো কেমিক্যালের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৯৮ বারে ১ লাখ ২৯ হাজার ২৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯৯ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা আরামিট লিমিটেডের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৯১ বারে ২০ হাজার ৪৫০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-রহিমা ফুডের ২.৯৬ শতাংশ, জুট স্পিনার্সের ২.৯১ শতাংশ, সালভো কেমিক্যালের ২.৯০ শতাংশ, প্রাইম ব্যাংকের ২.৮৮ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ২.৮৭ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২.৮৬ শতাংশ এবং ফ্যামিলিটেক্স (বাংলাদেশ) লিমিটেডের ২.৮৫ শতাংশ শেয়ার দর কমেছে।
এসকেএস